• আফতাব বিদ্যানিকেতন ক্যাম্পাস
  • আফতাব বিদ্যানিকেতন


প্রধান শিক্ষকের বানী :


“প্রতিটি শিক্ষার্থী একটি সাদা কাগজের মতো। সেই কাগজে আমরা জ্ঞান, শৃঙ্খলা, নৈতিকতা, সততা এবং মানবিকতার ছবি আঁকতে চাই। আফতাব বিদ্যানিকেতন সেই শিক্ষার আলোকবর্তিকা হিসেবে শিক্ষার্থীদের জীবনে দিশা দেখাচ্ছে। পরিশ্রম, অধ্যবসায় এবং শৃঙ্খলাবোধই শিক্ষার্থীর জীবনে সাফল্যের মূল চাবিকাঠি। আমাদের প্রত্যাশা—শিক্ষার্থীরা প্রতিদিন নতুন কিছু শেখার মাধ্যমে নিজেদের সক্ষমতা বৃদ্ধি করবে এবং ভবিষ্যতে দেশের জন্য দায়িত্বশীল নাগরিক হয়ে উঠবে। শিক্ষকরা কেবল পাঠ্যবই পড়ান না, তারা শিক্ষার্থীর চরিত্র গঠন, চিন্তাভাবনা বিকাশ এবং নৈতিক মান উন্নয়নের জন্যও কাজ করেন। তাই শিক্ষার্থীরা শিক্ষকদের সম্মান করবে, অভিভাবকের পরামর্শ গ্রহণ করবে এবং নিজে সবসময় ইতিবাচক ও দায়িত্বশীল হবে—এই আশা রাখি। আমরা চাই আফতাব বিদ্যানিকেতনের প্রতিটি শিক্ষার্থী শুধুমাত্র জ্ঞানী না হয়ে, চিন্তাশীল, সৃজনশীল ও সৎ মানুষ হয়ে গড়ে উঠুক। আমাদের শিক্ষার্থীরা আগামীতে দেশ ও সমাজের জন্য গর্বের কারণ হবে, আর এই লক্ষ্যই আমাদের প্রতিটি শিক্ষকের প্রেরণা। – মো: নাঈমুর রহমান নাঈম, প্রধান শিক্ষক