• আফতাব বিদ্যানিকেতন ক্যাম্পাস
  • আফতাব বিদ্যানিকেতন


পরিচালকের বানী :


“একটি জাতির সত্যিকারের উন্নতির পথ শুরু হয় শিক্ষার মাধ্যমে। শিক্ষাই পারে প্রজন্মকে আলোকিত, সুশৃঙ্খল ও দায়িত্বশীল নাগরিকে পরিণত করতে। এই বিশ্বাস থেকেই ২০১০ সালে প্রতিষ্ঠিত হয় ‘আফতাব বিদ্যানিকেতন’। আমার লক্ষ্য ছিল এমন একটি শিক্ষাঙ্গন গড়ে তোলা, যেখানে প্রতিটি শিশু পাবে মানসম্মত শিক্ষা, নৈতিকতার শিক্ষা এবং সমাজ ও দেশের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করার সুযোগ। এখানে শিক্ষার্থীরা কেবল জ্ঞান অর্জন করবে না, বরং নিজেদের চরিত্র গঠন করবে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার যোগ্য হয়ে উঠবে। শিক্ষা কখনো কেবল পরীক্ষার ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়। এর প্রকৃত উদ্দেশ্য হলো মানুষকে সৎ, দক্ষ ও আলোকিত করে গড়ে তোলা। তাই আমাদের এই বিদ্যানিকেতনে শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি শৃঙ্খলা, সৃজনশীলতা, দেশপ্রেম এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। আমরা চাই প্রতিটি শিক্ষার্থী যেন নিজের যোগ্যতাকে বিকশিত করে ভবিষ্যতে পরিবার, সমাজ ও দেশকে আলোকিত করতে সক্ষম হয়। আমি গর্বের সঙ্গে বলতে পারি যে, প্রতিষ্ঠালগ্ন থেকে আফতাব বিদ্যানিকেতন নিষ্ঠাবান শিক্ষক, দক্ষ পরিচালনা এবং সচেতন অভিভাবকদের সহযোগিতায় ধারাবাহিক অগ্রযাত্রা বজায় রেখে আসছে। আমাদের শিক্ষকবৃন্দ কেবল পড়ান না, তাঁরা শিক্ষার্থীদের চরিত্র গঠনের দিকেও সমান গুরুত্ব দেন। আমার প্রত্যাশা, একদিন আফতাব বিদ্যানিকেতন দেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পরিণত হবে, যেখানে থেকে ভবিষ্যতের ডাক্তার, প্রকৌশলী, শিক্ষক, বিজ্ঞানী এবং নেতৃত্বদানকারী ব্যক্তিত্বেরা গড়ে উঠবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনে রেখো—শিক্ষার প্রকৃত শক্তি নিহিত আছে সততা, অধ্যবসায় ও শৃঙ্খলার মধ্যে। তোমরা সময়কে মূল্য দাও, জ্ঞানকে ভালোবাসো এবং নৈতিকতার পথ অনুসরণ করো। তাহলেই তোমরা শুধু নিজেদের নয়, পুরো জাতির গর্ব হয়ে উঠবে। – মো: আফতাব উদ্দিন, পরিচালক